অ্যান্ড্রয়েড HD গেম খেলতে চান – Hitman Sniper v1.7.873896 [Apk + Mod + Data] অসাধারণ একটা Shooting গেম।

আপনাদের সবাইকে স্বাগতম,

হ্যালো, frnds আমি জাহিদ আজ আওনাদের জন্য নিয়া এলাম এই titorial টি । আমার অ্যান্ড্রয়েড HD গেমের ২য় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে গেমটা শেয়ার গেম তার নাম ’Hitman Sniper’। Hitman চরিত্রটা সবার কাছেই পরিচিত। এবং সবাই এর কাহিনিটাও জানেন। Hitman PC গেম খেলে বা Hitman মুভি দেখে, যেভাবেই হোক। আর যারা কোনো Hitman গেমই খেলেন নাই। তাদের জন্য বলছি এই গেমটা এক কথায় একটা অসাধারণ। খেললেই বুঝতে পারবেন।

  • Genre – Action, Shooting gallery
  • Developer – Square Enix Montreal
  • Publisher – Square Enix
  • Release Date – June 4, 2015 (Last Update – January 24, 2017)
  • Game Engine – Unity 3D
  • Mode – Single-player

Hitman Sniper

Take on the role of Agent 47 in Hitman: Sniper — স্থির অবস্থানের শুটিং গেমটাতে একটা অসাধারণ মন্টিনিগ্রোতে সেট করা হয়েছে।  দক্ষতা, subtlety, এড়ানোর কৌশল এবং চুক্তি সম্পন্ন করার মত পরিবেশ ইত্যাদি ব্যবহার করে তৈরি করা একটা সুন্দর গেম।

লক্ষ্য বর্জন করে, weapon এর পার্টস খুজে এবং blueprints সম্পন্ন করে আপনি অনেক বেশি পাওয়ারফুল রাইফেল আনলক করতে পারবেন।

ফিচার:

  • গেমটা হিটম্যান universe-এর উপর ভিত্তি করে।
  • শীর্ষ সন্ত্রাসী অভিজাত বর্জন করতে ১৫০+ মিশন সম্পূর্ণ করতে হবে
  • contracts evolve হিসেবে বেশি বেশি secrets Replay এবং uncover করতে হবে।
  • বন্ধুদের সাথে প্রতিযোগিতায় করা এবং লিডারবোর্ড dominate করা!
  • পারিপার্শ্বিক পরিবেশ ব্যবহার করে Master undetected kill করা।
  • ১৩টি epic স্নাইপার রাইফেল আনলক করা।

Hitman: Sniper-এ আপনার বন্ধুদের বিরুদ্ধে জয় করা এবং বিশ্বের সেরা গুপ্তঘাতকে পরিণত হওয়া। ফোন এবং ট্যাবলেটের জন্য সাবধান!!!

হিটম্যান : স্নাইপারে একজন সত্য পেশাদারী গুপ্তঘাতক হওয়া। ডেথ আপনার নখদর্পণে থাকবে।

তাহলে ডাউনলোড করে নিন–

বি.দ্রঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link

যেভাবে ইনস্টল করবেন–

প্রথমে Apk টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর ”Hitman_Sniper_v1.7.873896__6583_Revdl.com.zip” ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা ”com.squareenixmontreal.hitmansniperandroid” ফোল্ডারটি কপি/কাট করে SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (একবারে ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। ব্যাস এবার গেম ওপেন করে খেলুন আর মজা পান। তবে সত্যি সত্যি পেশাদারী গুপ্তঘাতক হওয়ার কথা মাথাতেও আনবেন না।